আমি আমার পরম শ্রদ্ধাভাজন জন্মদাতার কথা বলছি,
যিনি এই মায়ার সংসার, বিশ্ব চরাচর থেকে
পরিবার-পরিজনের সকল মায়া-মমতা ত্যাগ করে
মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে-
আজ হতে দুই দশক পূর্বে বিদায় নিয়েছেন।
যেখান থেকে কেউ আর কোনদিন ফিরে আসে না।


সংসার, সন্ততিদের ভবিষ্যত নির্বিঘ্ন করতে
তিনি যা যা প্রয়োজন, না চাইতেই
একজন আদর্শ পিতা হিসেবে সবটুকুন দিয়েছেন।
তিনি আমাদের শিখিয়েছেন সত্য ও ন্যায়ের আদর্শ,
নীতি-নৈতিকতা, শিক্ষণীয় কতকিছু।
আরো শিখিয়েছেন মানুষের মাঝে ভেদাভেদ ভুলে,
ধনী-নির্ধন তফাৎ না করে, সেবা আর ত্যাগের মানসিকতা নিয়ে
লোভ-অহংকার আর হিংসা থেকে নিরাপদে থাকতে।


তাঁকে কখনো ছুটতে দেখিনি
অঢেল ধন-সম্পদ, টাকা-কড়ি আর অর্থ-বিত্তের পিছনে।
দেখেছি সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে
হাড়-ভাঙ্গা খাটুনি, রক্ত পানি করা শ্রমলব্ধ অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করতে।
মহান প্রভুর বান্দা হিসেবে গড়ে উঠতে শিক্ষা দিয়েছেন।
তাঁর প্রশংসা, কৃতজ্ঞচিত্তে স্মরণ এবং
এই জীবনের পরেও যে আরেক জীবন আছে
তা বার বার স্মরণ করিয়ে দিতেন।


আমাদের কাছে আজ অফুরান প্রেরণার উৎস প্রাণপ্রিয় পিতা নেই,
রেখে গেছেন তাঁর অগাধ ভালবাসা আর সুমহান আদর্শ,
সত্য ও ন্যায়ের পথে চলার অমূল্য নসিহত।
তিনি আমাদের শুধু দিয়েই গেলেন,
আমরা তাঁকে কিছু দিতে পারি নি,
তাঁর জন্যে কিছু করতে পারলাম কই?
তাঁকে কিছুই দেওয়ার আগেই তো মহান প্রভুর সান্নিধ্যে চলে গেলেন।
ভাবি আজ তাঁেক যদি আরো কিছু আমাদের মাঝে পেতাম
আল্লাহ যা করেন তা আমরা ভাল বলেই মানি,
এটা দীপ্ত ঈমানের পরিচায়ক।


যখন কোথাও যাই, বাবার পরিচয় দিই, অথবা লোকে চিনতে পারে
তখন অবস্থা না দেখলে কেউ বিশ্বাস করবে না
অমুকের ছেলে তুমি, দেখতে ঠিক বাবার মতো হয়েছো।
আহারে! কতভাল লোক ছিল, তোমার বাবা।
এমন সোনার মানুষ কি আর কয়টা আছে?
মানুষ তো পাগল পারা, তোমার প্রতি যে ভালবাসা ছিল
তা উপচে পড়ে আমাদের জন্যে।
একদিন এই নশ্বর ধরাধাম থেকে সবাইকে বিদায় নিতে হবে।
পরকালে প্রভুর দরবারে হাজির হতে হবে।
হিসাব-নিকাশের দিবস বড়ই কঠিন!
এ সত্যটা যথাযথভাবে মানুষ মানলে কি আর অমানুষের কাজ করতে পারে?
ওগো দয়াময় প্রভু জগতের অধিপতি,
জানি না পরম শ্রদ্ধেয় বাবা আমার কেমন আছেন?
অন্ধকারাচ্ছন্ন মাটির কবরে।
হে প্রভু! তাঁর ইহকালীন সমস্ত গুনাহকে তুমি
রহমানের নামের উছিলায় ক্ষমা করে দাও।
আমরা তাঁর সন্তানেরা আত্মার মাগফিরাত কামনা করি।
জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও।
(রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা)