এক.
কেউ চাইল, আর অমনি বাছবিচার ব্যতীত
আমি দিয়ে দিলাম, তা কি করে হয়?
আবার কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয়াও সবসময় যায় না
হাত পাতা, মানব-স্বভাব বিব্রতভঙ্গী
মেজাজের ভারসাম্য রক্ষা হয় না বিধি মোতাবেক
কাউকে নিরাশ করাও শিখিনি।
রাতটা পার হয়ে গেলে
প্রত্যুষে স্রষ্টার কাছে নিবেদন করো
তাঁরই কাছে হাত পাতো
দুয়ারে ধর্না দিয়ে দিয়ে বিনয়ের সাথে কায়মনোবাক্যে।
কতজন ভুল করে, না জেনে
স্্রষ্টাকে বাদ দিয়ে, সৃষ্টির কাছে হাত পাতে
মৃত মানুষ, মাটির উদরে-শক্তিহীন।
সে তো পরের মুখাপেক্ষী
তার ই বা কি আছে কাউকে কিছু দেওয়ার ক্ষমতা?


দুই.
অন্যরা যা পারে তা পেরে উঠা হয় না!
কাউকে ভালবাসবো-কেউ আমার প্রতি হাত বাড়াবে
এমন হৃদয় পাব কই?
একদিন ছিল যখন হাত বাড়ানোর আগেই
হৃদয় উজাড় করে অনন্ত ভালবাসার কথা শোনাতো।
অস্তায়মান রবি-গোধূলি লগ্ন
যাত্রা পথে আমি শুধু একা
অজানা অনন্ত পথে পাড়ি দিতে হবে একদিন
এই নশ্বর ধরাধাম থেকে
নীরবে সে ডাক আসবে কাউকে না জানিয়ে
যেখান থেকে কেউ আর আসে না ফিরে।