ছোট্ট পাখি গাছের ডালে
কিচির মিচির ডাকে
পালতোলা ঐ নৌকা ভিড়ে
কর্ণফুলীর বাঁকে।

শত শত পাখি উড়ে
আকাশে ঝাঁকে ঝাঁকে
রাতে সে নদীর তীরে
শিয়াল মামা হাঁকে।

নদীল জলে উছলে উঠে
কর্ণফুলীর বাঁধ
নদীর মতো হতাম আমি
পূর্ণ হতো সাধ।

নদীর মতো হতাম যদি
সাগরে ঢেউয়ে মিশে
ঢেউয়ের তালে হৃদয় আমার
উঠতো নেচে নেচে।

সেই নদীতে সাঁতার কেটে
বইতো সারাবেলা
ফুল-পাখিদের সঙ্গে নিয়ে
হতো নানা খেলা।

খেলার ছলে হারিয়ে যেতাম
গহীন কোন বনে
সন্ধ্যা হলে ফিরে যেতাম
ছোট্ট ঘরের কোণে।