কৃষ্ণচুঁড়া ফুলে ফুলে ছেয়ে গেছে দেশ,
যেখানে যাই সেদিকে দেখতে পাই
সবুজ বাংলায় লালের যেন মহাসমাবেশ।


হে কৃষ্ণচুঁড়া, তুমি নও ফুলের রানী
তবুও তোমার সৌন্দর্যে বিমুগ্ধ আমি
কখন যে এই মন দখল করেছো না জানি?


সেদিন ভ্রমণে বেরিয়েছি, পথে যেতে যেতে
দেখেছি তোমার রূপ উপছে পড়ছে
আমি হারিয়ে গেছি বন্ধু সর্বস্ব তোমাতে।


দিকে দিকে সবুজ ঘেরা বন-বনানীতে
প্রকৃতিতে যেন এ কী উৎসবের মেলা!
মন ফিরে যায় দুরন্ত শৈশব কৈশোরেতে।


তোমার পত্ররাজির দোলা, মমতার পরশে
বাহারী ডালে বসে রয় পাখ-পাখালি
মেতে উঠেছে আজি সকলে প্রেমের হরষে।


একাত্তরে শহীদেরা বিলিয়েছে জীবনের দাম
দেশকে যেমনটি পেয়েছি রক্তের বিনিময়ে
তেমনি রক্তের অক্ষর কৃষ্ণচুঁড়া, তোমার নাম।