বিকশিত মন
--মহাদেব দাশ


সকাল বিকাল সাঝে কাজের মাঝে
মনে পড়ে কত নাম
হাজার কাজের ভিড়ে একাকি নিড়ে
শুনছি তোমারি সুনাম।
তোমার দু’নয়ণে চেয়ে থাকি আনমনে
শুধু তোমারই ছিলাম
দুর থেকে আমি জানে স্বয়ং অর্ন্তযামি
একান্তে ভালবেসে গেলাম।
প্রেমের নাম বেদনা জানে কয় জনা
কাছে থাকলে বাড়ে জ্বালা
দুরে গেলে যাতনা সহ্য করা যায়না
গায়ে উঠে বিষের জ্বালা।
ভব সংসার মাঝে নিজেকে অপূর্ব সাজে
বিকশিত করো মনকে
দু’দিনের এই সংসারে জীবন যাবে ছারখারে
যদি না শুধাই আপনকে।


১১/০৫/২০২০