বঙ্গাব্দ সন ও সাল
--মহাদেব দাশ


সংস্কৃতি হচ্ছে একটি জাতীর আয়না
ইংরেজি সন বা খ্রিষ্টাব্দ হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার
আমরা ঐ দিনটি পালন করতে ধরি বায়না।


সন ও সাল দুটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যজাত
সন শব্দটি আরবি আর সাল শব্দটি ফারসী
তিনটি সালই আমাদের দেশে বেশি প্রচলিত ।


ইতিহাসে অবিস্মরনীয় হয়ে আছে হিজরী সন
ইসলামের আর্ভিবাবের সাথে সাথেই হিজরী সনের হয় প্রচলন
১৬ ই জুলাই ৬২২ খৃষ্টাব্দ ১লা মহররম থেকে হয় গনন।


৯৬৩ হিজরী সাল থেকে শুরু হয় বঙ্গাব্দ
মুঘল স¤্রাট আকবরের আমলে খাজনা দানের উৎসব হতো
সেই থেকেই বাংলা সালকে বলা হতো বঙ্গাব্দ।