বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- মহাদেব দাশ


১৭ ই মার্চ ১৯২০ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম তোমার
লক্ষ লক্ষ বাঙ্গালীর হৃদয়ে মিশে আছো, তুমিই সবার।
তুমি রতœগর্ভা মায়ের সন্তান, তুমি বিশ্বের মধ্যে অনন্য
বাঙ্গালী জাতিকে ভালোবেসে তুমি সেরা, তুমিই ধন্য।
৪৭ সালে দেশভাগের পর থেকে তুমি স্বপ্ন দেখেছিলে
একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে।
৬৬ সালে তুমি ঐতিহাসিক ৬ দফা দাবি করলে পেশ
মুক্তির সনদ ও বাঁচার দাবিতে সোচ্চার হলো এ দেশ।
পাকিস্থানীরা বাঙ্গালী জাতিকে করলো নির্যাতন, অপমান
মহামানব হয়ে নেতৃত্ব দিয়েছ তুমি শেখ মুজিবুর রহমান।
তুমিই বঙ্গবন্ধ ু লক্ষ কোটি বাঙ্গালীর হৃদয়ের স্পন্দন
৭ ই মার্চে তুমি দিয়েছ ঐতিহাসিক, অসাধারণ ভাষন।
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
তুমি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, তুমি জাতির পিতা
চির অমর হয়ে বেঁচে থাকবে, তুমিই বিশ্বের মহান নেতা।