বসন্তের আহবানে
-মহাদেব দাশ


ফাগুন হাওয়াতে সজীব হয় প্রকৃতি
উতাল করে মন
শীতের শুষ্কতা অন্তে নির্জিব বৃক্ষরাজি
ফিরে পায় নতুন জীবন।
বসন্তের উষ্ণ পরশে কোকিলের কুহুতানে
আনমনে দোলা দেয়
কুয়াশার চাদরে ঢেকে থাকা স্বপ্নগুলো
খুজে ফিরি স্মুতির পাতায়।
ফুলে ফলে পুষ্পে ভরে এই ধরণীতে
সবুজের সমারোহ
বসন্তের আগমনে নতুনের আহবানে
কেটে যাক সব মোহ।
আমরা অদম্য, ছুটে চলার গতি নিরন্তর
করি নাকো ভয়
দুর হোক গøানি, দুর হোক ভয়, তবুও
আমরা করবো জয়।