ছলনাময়ী
--মহাদেব দাশ


তোমার মায়াবি ঐ দুটি চোখে
কেন করো ছলনা
মমতাময়ী না হয়ে তুমি কেন
হলে সুন্দরী ললনা।
ছলনাময়ী হয়ে তুমি এলে
জীবনে আমার
তাসের ঘরের মত আমার
জীবনটা ছারখার।
কত যে মায়া লুকানো ছিল
তোমার ঐ হাসিতে
অনেক চেষ্টা করেও বুঝতে
পারি না কোনমতে।
চাওয়া পাওয়ার হিসেব করে দেখ
কি পেলে জীবনে
ছলনাময়ী হয়ে বেঁেচ থাকবে তুমি
এই ত্রিভুবনে।