ডিজিটাল বাংলাদেশ
-মহাদেব দাশ


ডিজিটাল বাংলাদেশ  প্রতিষ্ঠার প্রথম অংগীকার
দারিদ্র ও বৈষম্য দুর হবে, টুলস করলে ব্যবহার।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিই হচ্ছে উন্নয়ের প্রধান হাতিয়ার
সময় এসেছে বাংলাদেশের মাথা উঁচু করে দাড়াবার।
ভিশন ২০২১ হলে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে
বিশ্বের মাঝে বাংলাদেশ কে সকলকেই চিনতে পারবে।
মূল লক্ষ্য হলো- ক্ষুধা ও দারিদ্রতামুক্ত বাংলাদেশ গড়া
ডিজিটাল বাংলাদেশ হিসাবে বিশ্বে আলোড়ন সৃষ্টি করা।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হবে মৌলিক চাহিদা পুরন
নেটওয়ার্ক, ইন্টার‌্যাকটিভ ও ডিজিটাল পদ্ধতি গ্রহন।
অনলাইনের মাধ্যমে হবে, ভুমি ব্যবস্থাপনার কাজ
ভর্তি সহ পানি ও বিদ্যুৎ বিল দিতে ঝামেলা নেই আজ।
শিক্ষায় সকল ধরনের পাঠ্য পুস্তক ইন্টারনেটে আছে
ভিডিও ফুটেজ দেখে শিক্ষা নাও, ব্যবহার করো কাজে।
বৈদেশিক লেনদেন, এটিএম কার্ড সব হয় অনলাইনে
সংবাদপত্র পড়া, স্বাস্থ্যসেবা সবকিছইু বিজ্ঞানের অবদানে।
প্রযুক্তির দ্বারা দক্ষ মানুষের সমন্বয়ে হচ্ছে উন্নয়নশীল দেশ
একদিন বিশ্বের মানচিত্রে স্থান হবে ডিজিটাল বাংলাদেশ।