ফলগাছের গুনাবলী
--মহাদেব দাশ


ভিটামিন ও খনিজ পদার্থের প্রধান উৎস হচ্ছে ফল।
ইসলামের দৃষ্টিতে-
ফল গাছ লাগানো সদকায়ে জারিয়া।
একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের প্রতিদিন
ফল খাওয়া দরকার ১১৫ গ্রাম।
কিন্তু আমরা খেতে পারি মাত্র ৩৫-৪০ গ্রাম।
ফল গাছ চাষে খরচ কম, কিন্তু লাভ বেশী,
আমরা সবাই চাষী।


আম কাঁঠাল পেপে আনারস আমড়া পেয়ারা
বাতাবি লেবু জাম জামরুল।
ক্যালসিয়াম বেশি পাবে-
লেবু কদবেল বেল জাম জলপাই কাঠাল কমলা খেজুর
আমলকি আর তেঁতুল।
কাঁচা আমে-
জ্বর সর্দি ত্বক ও দাতের উপকার করে।
কাঁঠাল-
চোখের জন্য খাদ্য হজম ও কোষ্ঠকাঠিন্য দুর করে।
আনারস-
বলকারক গলা ব্যথা ব্রংকাইটিস কিডনি এমনকি জ্বরও সারায়
তেঁতুল-
বলবর্ধক হৃদরোগ পেটফাঁপা মাথাব্যথা ও বিষাক্ততা নিরাময়।


”রোগ মুক্ত জীবন চান, ফল ঔষধির গাছ লাগান।
ফল বৃক্ষের অশেষ দান, অর্থবিত্তে বাড়ায় মান।”
০৯/০৬/২০২০ ইং