জীবন যন্ত্রনা
-মহাদেব দাশ


জীবন মানেই যন্ত্রনা, এ কথাটি ভুল না
যন্ত্রনা নিয়েই জীবন, নাই কোন তুলনা।
মায়ের পেট থেকে পড়েই যন্ত্রনার শুরু
এর সমাধান জানে, একমাত্র আমার গুরু।
ছোটকালে খেতে না চাইলে মা দেখাতো ভয়
এসব কথা মনে পড়লে, মোর এখন হাসি পায়।
স্কুলেতে মাষ্টার মশাই বেত নিয়ে ভয় দেখাতো
সুযোগ পেলে মাষ্টার মশাই কত না আদর করতো।
পরীক্ষার ভয় পেয়ে অনেক রাত জেগে পড়তাম
আশে পাশে ছড়িয়ে যেত আমার কত সুনাম।
কলেজেতে প্রথম গেলে বড় ভাইয়েরা ভয় দেখায়
সুযোগ পেলে ছেলেমেয়েরা অন্যের দিকে তাকায়।
ভার্সিটিতে গেলে পরে, সবাই ড্যাটিং মারে
স্যার দের সব বন্ধু ভাবে, খেয়াল না করে।
সংগী খুজতে যেয়ে অনেকে পড়ে প্রেমের জালে
উপায় না দেখে তখন কথা বলে তাল বেতালে।
ইচ্ছে মত বিয়ে করতে বাবা মায়ের সাথে হয় ফাইট
বিয়ের বছর যেতে না যেতেই বুঝে, মা বাবাই রাইট।
এটা আনো, ওটা আনো, বউয়ের বাইনার নাহি শেষ
বস বলে, না পারলে চাকরী ছাড়ো, এটাই শেষ।
অফিস শেষে বাসায় ফিরতে যানজটে পড়ি
দেরী হলে বউয়ের কথায় কানটা হবে ভারি।
স্কুল ফি, টিউশন ফি, কোচিং ফি, ফি এর নাহি শেষ
বাচ্ছাকাচ্ছা মানুষ করতে, ব্যাংক একাউন্ট নিঃশ্বেষ।
জীবনে আর কত ভয়, কত যন্ত্রনা বাকী আছে আর
জন্ম থেকেই জ্বলছি মাগো, সারাটা জীবন ভর।