জনপ্রিয় উক্তি
-মহাদেব দাশ


অভাবে সভাব নষ্ট, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ।
অতি লোভে তাতি নষ্ট, নানা মুনির নানা মতে জীবন নষ্ট ।।
চকচক করলেই সোনা হয় না, মিষ্টি কথায় চিড়ে ভিজেনা ।
ভাজ্ঞা মন জোড়া লাগে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না ।।
কাকের মাংস কাকে খায় না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না ।
চকচক করলেই সোনা হয় না, মিষ্টি কথায় চিড়ে ভিজে না ।।
পাপের ধন প্রায়শিত্তে যায়, বসতে পেলে শুতে চায় ।
ইচ্ছা থাকলে উপায় হয়, উঠন্তি মুলো পত্তনেই চেনা যায় ।।
বিধাতার লিখন না যায় খণ্ডন, মৌ্নতা সম্মতির লক্ষণ ।
বার মাসে তের পার্বন, অতি ভক্তি চোরেরই লক্ষণ ।।
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, সাবধানের মার নাই ।
ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়, ভাই ভাই ঠাই ঠাই ।।
কানা ছেলের নাম পদ্ম লোচন, ঘরের শত্রু বিভীষন ।
বিধাতার লিখন না যায় খণ্ডন, স্বাদ বাড়ায় পাঁচফোড়ন ।।
সব ভাল যার শেষ ভাল, পাগলেও বোঝে নিজের ভাল ।
দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভাল, আপনি ভাল তো সব ভাল ।।
পরের মন্দ করতে গেলে নিজের মন্দ হয়, পেটে খেলে পিঠে সয় ।
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাপের ধন প্রায়শিত্তে যায় ।।
০৮/০৪/২০২১ ইং