কলকাতা শহরে
-মহাদেব দাশ


ছুটছে তো ছুটছেই --
এই কলকাতা শহরে
বাস ছুটছে সমান তালে
কার টা ছুটছে আগে যাবে বলে
ছুটছে তো ছুটছেই--
এই কলকাতা শহরে


দাদা ছুটছে অফিসে যাবে
দিদি ছুটছে বাজারে যাবে
ছেলেমেয়ে ছুটছে স্কুলে যাবে
দম ছাড়ার সময় নাহিরে
ছুটছে তো ছুটছেই--
এই কলকাতার শহরে


দোকানদার ছুটছে দোকান খুলতে
সবজিওয়ালা ছুটছে সবজি বেজতে
দমদম থেকে প্লেন ছুটছে
গন্তব্যে পৌঁছাতে
প্রেমিক খুঁজছে প্রেমিকাকে
নিরিবিলি জায়গাতে
ছুটছে তো ছুটছেই--
এই কলকাতা শহরে


রিপোর্টার ছুটছে সংবাদ সংগ্রহে
রাজনীতিবিদ ছুটছে অধিক আগ্রহে
টোকাই ছুটছে পেটের দায়ে
জামা তার নেই গায়ে
ছুটছে তো ছুটছেই--
এই কলকাতা শহরে