করোনার শাসন
--মহাদেব দাশ


এক নায়ক তন্ত্রের মত করোনা শাসন চালাচ্ছে
দেশ নয় পুরো বিশ্ব জুড়ে তান্ডব চালাচ্ছে ।
তুমি কোথায় পেলে এত শক্তি, হে করোনা
পৃথিবীতে তুমি কি একাই বেঁচে থাকতে চাও ?
একাই শাসন করতে চাও, নাকি গোটা পৃথিবী
তাই যদি হয়, তাহলে তোমার তো প্রজা লাগবে
কোথায় তোমার প্রজা, সবাই কে তো গ্রাস করছো
মায়ের কোলের শিশু থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত
একে একে সবাইকে খেলে, কতো ক্ষিদে তোমার
নাকি তোমার ক্ষিদেতে পেট ভরছে না, বলো করোনা
মনে রেখ, ডাইনোসরও হিং¯্র প্রাণী ছিলো, টিকে নেই
তুমিও টিকে থাকতে পারবে না, পিছু হটতেই হবে তোমাকে
তোমার চেয়েও শক্তিশালী একজন আছেন, তিনি সৃষ্টিকর্তা
তিনি চাইলে- তুমি একমুহুর্তও তুমি টিকতে পারবে না।