লুকোচুরি  
                  --মহাদেব দাশ
তুমি আছো অন্তরে      মোর মনের মন্দিরে
           আছো, আমারি মতন।
হ্নদয়ের জানালা খুলে    মান অভিমান ভুলে
            দেখি, যখন তখন।।
শে^ত শুভ্র বসনে    মায়াবি অশ্রুসিক্ত নয়ণে
            মিছে কেনই বা ছল।
আজ বিকেলের গগণে    বিনে মেঘের বরিষণে    
            শুধুই শ্রাবণের ঢল।।
নীলাম্বরী শাড়ীতে সেজে  এলোকেশি চুলের ভাজে
            চোরকাঁটা হয়ে আমি।
থাকবো আমি সারাজীবন   মনেরও ইচ্ছে মতন
            হয়তবা, জানবে না তুমি।।
চোরকাঁটার ঐ লুকোচুরি   নেই কোন বাহাদুরি
            তবুও এই ভ্রান্ত বিলাস।
অশান্ত মনের জানালায়   স্বপ্নগুলো উঁিক দেয়
             পুরাবে কি অভিলাষ।।
০৫/১২/২০২২ ইং