নিঃসঙ্গ জীবন
--মহাদেব দাশ


আমার এই নিঃসঙ্গ জীবনে
আমি বড়ই একাকি
মিছে ছলনাতে পড়ে আমার
জীবনটাই হলো ফাঁকি।
আমার অজানা স্বপ্নগুলো
রয়ে গেল আমার মনে
এ জীবনে পুরন না হলেও
রয়ে যাবে আনমনে।
হৃদয়ে জমে থাকা কষ্টগুলো
হৃদয়েই জমা থাক
দু’চোখের জমানো কান্নাগুলো
গোপনেই ঝরে যাক।
স্মৃতিতে জমে থাকা দুঃখগুলো
পড়ে থাক আমারই
সুখের দেখা আমি না পেলেও
ভরে উঠুক তোমারই।
ব্যর্থতার ভুলে ভরা এ জীবন
হতাশায় ভরে যাক
নিয়মের বেড়াজালে বন্দী হয়ে
সুখ’টা তোমারই থাক।
০৫/০৯/২০২০ ইং