।। নিষ্ঠুর করোনা।।
--মহাদেব দাশ


লাশ আর লাশ, চারিদিকে শুধু লাশের মিছিল
বিশ্বজুড়ে আজ যেন শুধু মৃত্যুপুরীর মঞ্জিল।
আর কত লাশ তুমি চাও হে নিষ্ঠুর করোনা
লক্ষাধিক প্রাণ নিয়েও কেন ক্ষুধা মেটে না।
কত শত মায়ের কোল খালি করেছ যে তুমি
স্বামীহারা স্ত্রীর আর্তনাদ শুনবেও না তুমি।
যে মৃত্যুতে সৎকার নেই, কোন জানাজা নেই
আপনজন কাছে নেই, এমনকি পানিও নেই।
করোনা তুমি নিষ্ঠুর, পাষান হৃদয় তোমার
নির্লজ্জ বেহায়া হয়ে বেঁচে থেকো না আর।
নববধুর হাতের মেহেদী মুছতে দাও না তুমি
মুক্তি দাও মোদের, বিশ্ব ছেড়ে চলে যাও তুমি।