নইলে অকালে হবে মরন
--মহাদেব দাশ


এ জীবন চলে গেলে হায়
দেখা হবে পরপারে তায়
যতই করো ছলনা।


নিঃশ্বাস টুকু চলে গেলে
সব কিছ ু পিছনে ফেলে
শেষ হবে জীবন যন্ত্রনা।


এ জীবন চলার পথে
মিলে মিশে একসাথে
হয়েছি একাকার।


দু’দিনের এই দুনিয়াতে
লেখা আছে কি বরাতে
জানার সাধ্য কার।


তবুও যদি চলে যাও
কাজে কর্মে কীর্তি ছড়াও
জয়ধ্বনি দিক তোমার।


সৃষ্টির সেরা জীব তুমি
মনে প্রাণে মানি আমি
ধন্যবাদ জানাই ¯্রষটার।


সৃষ্টিকর্তাকে করো স্মরণ
নইলে অকালে হবে মরন
কথাটি ভুলবার নয়।


সদা সত্য কথা বলো
অন্যায়কে না বলো
তোমার হবে জয়।


০১/০৬/২০২০ ইং