অহংকার
--মহাদেব দাশ


অহংকার হচ্ছে -
   সকল পাপের মূল হ্েচ্ছ অহংকার
   এ জগতের প্রথম পাপই হচ্ছে অহংকার।
অহংকার একটি অতি জঘন্য -
   নিজেকে শ্রেষ্ঠ মনে করে
   অপরকে ক্ষুদ্র বলে বিবেচনা করে।
অহংকার হচ্ছে এমন একটা জিনিস-
   অন্যের সাথে ন¤্র ব্যবহার করতে পারে না
   অপরের নিন্দা ও কুৎসা রটানো থেকে বিরত থাকতে পারে না।
অহংকারী মানুষ-
   সহজে কিছু মানে না, সত্য ও ন্যয়কে অস্বীকার করে
   নিজেকে বড় মনে করে মিথ্যে ছলনা ও প্রতারনা করে।
অহংকারী লোক-
   নিজে ইগো নিয়ে চলাফেরা করে
   নিজেকে অগাধ জ্ঞানী মনে করে।
অহংকারী যারা -
  ব্যয় করে লোক দেখানোর জন্যে
  এবাদত করে লোক দেখানোর জন্যে।
অহংকারী হলে -
   মুখে লম্বা চাপ দাড়ি, শ্বেত বস্ত্র টুপি, পৈতা আর ধুতি
   মাথায় টিক্কি রেখে তসবি ঝুলিয়েও হবে না কোন গতি।
সুতরাং--
  অহংকার এমন এক আবরণ
  যা, সকল ধর্ম করেছে বারণ।