অপেক্ষার প্রহর
--মহাদেব দাশ


তুমি আসবে বলে- সারারাত জেগেছিলাম
পথপানে চেয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম।
তোমার জন্যে নব রূপে সেজেছি আমি
শুধু চেয়ে চেয়ে দুচোখ ভরে দেখবে তুমি।
তুমি আসবে বলে-আমি ছিলাম উপবাসী
তুমি বলেছিলে, হবে আমার চরণ দাসী।
আরে না না, তোমার এ কথাটি ঠিক নয়
তুমি আমার, শুধুই আমার, জানবে নিশ্চয়।
তোমাকে নিয়ে অনেক স্বপ্নের জাল বুনেছি
তোমার ছবিখানা আমারই হৃদয়ে রেখেছি।
অনেক যতœ করে তোমার পছন্দের ফুল গুলো
একটা ফুলদানিতে সাজিয়ে রেখেছি সেগুলো।
সেদিন মিথ্যে অভিমান করে চলে গেলে তুমি
তোমাকে অনেকবার বলতে চেয়েছি আমি।
শুনতে চাওনি তুমি, বুঝতেও চাওনি তুমি
ভয় নেই, আর বোঝাতেও যাব না আমি।
বুঝবে একদিন, থাকবো না আমি সেদিন
স্মৃতিটুকু থাকবে, পৃথিবী ছেড়ে যাবো যেদিন।