অসম প্রেম
--মহাদেব দাশ


প্রেম ও ভালোবাসার সম্পর্ক চিরন্তন
সৃষ্টির শুরুতে ছিল, আছে, থাকবে আজীবন।


অসম প্রেম হলো-
নারী পুরুষের সম্পর্কের রসায়ন বড়ই চরিত্র
ব্যবধানটা বড় নয়, সম্পর্ক হলো আসল চরিত্র।
বাড়ায় পারস্পারিক নির্ভরশীলতা, দায়িত্ববোধ
বয়সের ব্যবধান নয়, জন্মে একান্ত শ্রদ্ধাবোধ।


অসম প্রেমের ক্ষেত্রে-
সম্পর্ক হওয়ার ক্ষেত্রে ভালোবাসার প্রশ্নটাই আসল
জাতি ধর্ম বর্ণ বয়স কোন হিসেব নয়, বাকীটাই নকল।
অসম প্রেম মানেই সামাজিক সমস্যা, কিছ ুলোকের নাকসিকটানি
প্রেম ইটসেল্ফ, তবুও বলে অসুন্দর, অসামাজিক,করে টানাটানি।


অসম প্রেমের মানে-
বয়সের ব্যবধান যত সম্পর্ক ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তত
তবুও ব্যস্ততম শহুরে জীবনে জৈবিক চাহিদায় ঘটছে অবিরত।
২৮/০৬/২০২১ ইং