।। প্রেম।।
--মহাদেব দাশ


প্রেম আসে সবার জীবনে
নিরবে নিভৃতে গোপনে।
কখনো কাঁদায় কখনো হাসায়
অন্যেকে জিতিয়ে নিজেকে হারায়।
প্রেম স্বর্গীয় পবিত্র, হও আগুয়ান
জ্ঞানী গুনী মনিষিরা দিয়েছে বলিদান।
প্রেমে পড়তে লাগে না কোন দিনক্ষণ
সত্যিকারে প্রেমে পড়তে পারে কয়জন।
নিজে ব্যথা পায়, বিনা তারে কথা হয়
সেই স্বার্থক হয়, শরীর নিয়ে প্রেম নয়।
জীবের প্রেম বড় প্রেম, কয়জন করতে পারে
ঈশ্বর ভজিলে পরে আর কিছুই লাগবে নারে।