প্রেমের মড়া
--মহাদেব দাশ


প্রেম হলো দিল্লীকা লাড্ডু
খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে
প্রেম করলে দুর্গম পথ পাড়ি দিতে হয়।
দুঃখ বিরহ ভালোবাসার এক অথৈ সাগর
প্রেম করলে সবাইকে নাকি কাঁদতে হয়।
প্রেম নিজে কাঁদে, অপরকে কাঁদায়
কখনো নিজে হেসে অপরকে হাসায়
স্বর্গ হতে আসে প্রেম, প্রেম পবিত্র
হাসাবে কাঁদাবে তবুও যাবে না অন্যত্র
শারিরিক চাহিদাকে তুচ্ছ করে, প্রেম স্বর্গীয়
নেই কোন জাতকুল, নেই কোন বিধিবিধান ধর্মীয়
শত চেষ্টাতেও প্রেমের মড়া জলে ডুবে না
বর্তমানে সত্যিকারের প্রেম করে কয় জনা।
১৭/০৭/২০২১ ইং