রাগ ও অনুরাগ
--মহাদেব দাশ
রাগ শব্দের মূল অর্থ- ভালোবাসা
স্নেহ প্রেম-প্রীতি আর আদর।
অনুরাগ শব্দের অর্থ-ভালোবাসা
যাহা প্রেম প্রীতির চেয়েও গভীর।
রাগ আসে অনাকাঙ্খিত ভাবে
অনুরাগ আসে পরম কাঙ্খিত ভাবে।
রাগে দু’জন মানুষ দুরে সরে যায়
অনুরাগে দু’জন কাছে আসে হায়।
রাগে অনেকেরই মাথা ধরে
অনুরাগ মাথা ঠান্ডা করে।
রাগ যে কোন কারোর উপর হয়
অনুরাগ কাছের মানুষের প্রতি হয়।
আপনি রাগলেন, তো হেরে গেলেন
অনুরাগ জন্মে, তো আবদ্ধ হলেন।
০৬/০৭/২০২১ ইং