সাম্প্রদায়িকতা
-মহাদেব দাশ


সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষ কে বুনেছিল জানি না,
তবে, এটা একটা অভিশাপ, তা সকলেরই জানা।
একটা কথাই জানি, আমি বাঙ্গালী, বাংলা আমার মা,
মিলে মিশে আছি মোরা, থাকবো, নেই কোন মানা।
জাতি ধর্ম বর্ণ গোত্র বিভেদ করতে শুরু করে দ্ব›দ্ব
সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ ঘৃণা মারামারি, নিজে হয়ে অন্ধ।
মানুষের কোন জাত নেই, মোরা এক জাতি এক দেশ
লালনের কথা ভাবি,হিংসা ভুলে যাবি,নাহি লজ্জা নাহি লেশ।
হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান আমরা সকলেই সমান
মানব জাতি বড় জাতি, এটাই মোদের সন্মান।
করবো না মারামারি কাটাকাটি এটাই মোদের পন
অসময়ে বন্ধু হবো, পাশে থাকবো, অটুট থাকবে বন্ধন।
এ পাড়াতে বাজনা বাজে, আজকে মোদের পূজা
ঐ পাড়াতে ঈদ মোবারক, সবাই রাখে রোজা।
বিশে^ মোরা এক জাতি, হিন্দু মুসলিম খৃষ্টান ভাই ভাই
মিলে মিশে আছি, থাকবো, মোদের কোন ভয় নাই।
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
মানুষই সৃষ্টির সেরা জীব, একথা জানে সবাই।
যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী
ভুলব না কবির কথা, সেই কথাটা স্মরণ করি।