সেদিন তুমি
--মহাদেব দাশ


অনেক দিন হলো-
তোমার সাথে কথা বলা হয় না
তোমার সাথে আমার দেখা হয় না।
তাহলে-
খুজে খুজে হয়রানি হচ্ছি আমি
কোথায় হারিয়ে গেলে তুমি ?
তুমি আজ-
দুরের কোন অজানায় আছো তুমি
তোমার ঠিকানাটা দাওনি গো তুমি।
তোমাকে আমি-
তোমাকে কোথায় খুজবো বলে দাও
আজ দুর অজানায় কেন মুখ লুকাও ?
তাহলে-
নিছকই এটা অভিমান, নাকি স্বেচ্ছ নির্বাসন,
কাছে থাকলে, আমি কি বেশি করি জ্বালাতন ?
প্লিজ মনে করো-
সেদিন ঝড় বৃষ্টির দিনে, সেই রাতের কথা
হাতে হাত রেখে তুমি দিয়েছিলে কথা।
বলেছিলে তুমি-
এ জীবনে, তুমি আমার দেবে নাকো ব্যাথা
কথা দিয়েও তুমি, রাখলে না তোমার কথা।
০৪/১০/২০ ইং