স্বাধীনতা ও বঙ্গবন্ধু
-মহাদেব দাশ


আড়াই লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে পেয়েছি স্বাধীনতা
স্বাধীনতা তুমি অবিনশ্বর।
তাইতো মিলে মিশে আছি মোরা হিন্দু মুসলিম বৌদ্দ খৃষ্টান
আল্লা বল গড বল একই ঈশ্বর।্
উনিশশো একাত্তরের হায়েনার দল   বিকায়ে দেশের মান
মা বোনেরে করলো অপমান।
রাজাকার আলবদর মিলে দেশটাকে বানাতে চায় পাকিস্থান
জান দেব, তবুও রাখবো পতাকার মান।্
ত্রিশ লক্ষ শহীদের রক্ত ঢেলে করলাম শপথ,করলাম পন
ঠেকাবো ইংরেজ, ঠেকাবো পাকিস্থান।
নয়মাস করি যুদ্ধ নাহি ছাড়ি রাজাকার, ৭১ এ ১৬ ই ডিসেম্বর
নিয়াজিারা করলো  আত্মসমর্পন।
স্বাধীন দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সকলের হৃদয়ে আছো, তুমি থাকবে।
ষোল  কোটি বাঙ্গালীর পিতা, তুমিই মোদের মহান নেতা
চিরকাল অমর হয়ে রবে।
তুমি দিয়েছো একখন্ড মানচিত্র,  দিয়েছো বাঙ্গালীর পতাকা
তুমিই মোদের গর্বিত পিতা।
শতকোটি সালাম তোমার পায়ে, তোমাকেই নমস্কার
তুমি বিশ্বের অন্যতম নেতা।