।। শীতকাল ।।
     -মহাদেব দাশ


হেমন্তের সোনালী ডানায় ভর করে
আসে শীতকাল
কুয়াশার রহস্যময় চাদর জড়িয়ে
দেখা দেয় শীতকাল।
দীর্ঘ অপেক্ষার শেষে প্রাপ্তির আনন্দে
হিমশীতল বাতাসের
উজ্জ্বল হলুদ পাতার ঝরা খামে
চিঠি আসে শীতের।
উত্তরের পথ ধরে উত্তরীয় গায়ে
হয় শীতের আগমন
মাঠ ভরা সরিষার হলুদ ফুলের
মৌমাছিদের বিচরণ।
অতিথি পাখিদের আগমনে
মুখরিত করে মন
গাছিরা ব্যস্ত থাকে রস আহরণে
খেজুর গাছের ক্রন্দন।
নলেন গুড়ের সন্দেশের স্বাদ
যায় নাতো ভোলা।
ঘরে ঘরে পিঠা পুলি আর পায়েস
খেতে খেতে যায় বেলা।
মজার মজার সব্জী খেতে দারুন
প্রাণটা জুড়ায়ে যায়
শীতের রিক্ততা পুরোনো পাতা
ঝরিয়ে দেয়।