স্বপ্ন দেখা
--মহাদেব দাশ


স্বপ্নে ভুবন ভরা মোদের এ জীবন
স্বপ্ন বিনে মানুষের বৃথা এ জীবন।
স্বপ্ন আসে জীবনে অতি সংগোপনে
আশায় বুক বেধে রাখে আনমনে।
স্বপ্ন হাসায়, স্বপ্ন কাঁদায়, স্বপ্নই বাঁচায়
মনের অগোচরে হৃদয়ে দোলা দিয়ে যায়।
যদি কখনো তোমার ভুবনে রোদ হাসে
স্বপ্ন দেখো, সংকল্প করো অনায়াসে।
চাঁদের আলোতে তুমি পথ খুজে পাবে
ভোরের গগনে লাল সূর্য্য তুমিই দেখবে।
স্বপ্নটা শুরু হয় স্বপ্নদ্রষ্টার হাত থেকেই
দুরে গেলেও, সে আছে তোমার কাছেই।
০৭/০৬/২০২১ ইং