সময় পাবে না
.......মহাদেব দাশ


একই রক্ত আর মাংসে গড়া
একই নদীর  স্রোতধারা
কেন করো ভেদাভেদ


ধনি আর গরিবের বড়াই করো
মিথ্যের জন্য লড়াই করো
এই হলো আমাদের জেদ ।


গাড়ি বাড়ি অট্টালিকা যতই বানাও  
খাও দাও ইচ্ছেমত ঘুরে বেড়াও  
সুখের সন্ধান পাবে না


আজ মরলে কাল দুদিন হবে
গাড়ি বাড়ি টাকা করি পড়ে রবে
সঙ্গে তো কিছুই যাবে না ।


সাড়ে তিন হাত মাটি পাবে
রক্ত মাংস পচে গলে যাবে
তোমার তো কিছুই থাকবে না


সময় থাকতে হিসেব  করো
পাপ পূর্ণের বিচার করো
চলে গেলে সময় পাবে না।
২৭/০৬/২০২০ ইং