সম্পর্ক
-মহাদেব দাশ


সম্পর্ক হলো-
দুই বা ততোধিক ব্যক্তির অনুভুতি প্রকাশের মাধ্যম
পারিপার্শিক বিষয়বস্তুর উপর ভিত্তি করে গড়ে উঠে।
গতানুগতিকভাবে কোন ফ্রেমে আটকানো যায় না
তুলনা ও মাপকাঠির উর্দ্ধে থেকে ভাল সম্পর্ক গড়ে উঠে।


সম্পর্ক হলো-
সঞ্জীবনী সুধার মতো, চলার পথে অবিচ্ছেদ্য অংশ
মিশে আছে টান, মায়া মমতা, আন্তরিকতা ও ভালবাসায়।
মা বাবা, ভাইবোন, চাচাচাচি নিয়ে সংসারে আবদ্ধ
দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে রূপ নেয় ভালবাসায়।


কিছু সম্পর্ক আছে---
গড়ে উঠার আগেই অন্যজনকে সবকিছু বলে ফেলি
সম্পর্ক গড়ে উঠার আগেই ভালো করে যাচাই বাছাই দরকার।
বিশ^াস অবিশ^াস আর ভুল বুঝাবুঝিতে কিছু সম্পর্কে ধরছে ফাটল
পারষ্পারিক দ্বন্দ্ব কলহ বিবাদ আর বিচ্ছেদ নিয়ে ভাঙছে পরিবার।


সম্পর্ক হলো-
বেঁেচ থাকার অনুপ্রেরনা, একটি উপলব্দি বোধ
সময়ের বিবর্তনে খারাপ হলেও এটার রেশ থেকে যায়।
একটি সুসম্পর্ক জীবনের মুহুর্তগুলোকে সুন্দর করে তোলে
ঝগড়া বিবাদ যতই হোক না কেন, কিছু সম্পর্ক থেকে যায়।
০৮/০২/২০২১ ইং