শ্রাবণের নীল গগনে
--মহাদেব দাশ
আজ শ্রাবণের বৃষ্টির দিনে
ঝরছে অঝোর ধারা বরিষণে।
পড়ন্ত বেলায় বৃষ্টির নুপুর ছন্দে
এমন বাদল দিনে মনের আনন্দে
উতাল হাওয়ায় এলোমেলো কেশে
ছোট চুলগুলো কপালের চারপাশে।
জানালায় দাড়িয়ে দুর আকাশে মনে মনে
কেশগুলো বারবার এসে পড়ছে আনমনে।
কপালে জমে থাকা বিন্দু বিন্দু ফোটাগুলো
নয়ণ খানি দেখে লজ্জিত দুরের তারাগুলো।
অপলক দৃষ্টিতে দেখি আমি ঐ মুখখানি
ছল করে আড়নয়ণে দেখছো, তাও জানি।
মাঝে মাঝে মেঘের গর্জনে, দুর নীল গগনে
বিজলী ছটায় চেয়ে থাকি হায় ঐ মুখপানে।
১৫/০৭/২০২১ ইং