সুখ পাখি
--মহাদেব দাশ
সুখ পাখি খুজে বেড়ায় মোরা
সুখের সন্ধানে
সারাক্ষন ছুটে চলি মোরা
সুখের অন্নেশ্বনে।
আশায় আশায় বুক বাধলাম
তবুও কেন জানি
কবে আসবে সুখ পাখি
নাহি তা আমি জানি ।
অনেক যতœ করে কল্পনাতে
ছবি একেছিলাম
মনের অজান্তে তোমাকে
হৃদয়ে রেখেছিলাম।
দুর থেকে তুমি শুধু তুমি
মিছে মায়া দাও
কাছে এসে বাস্তবেতে কেন
ধরা নাহি দাও।
সুখেরও লাগিয়া এ ঘর বাধিনু
অনলে পুড়িয়া গেল
সুখ পাখিটা দিল না ধরা
কল্পনাতে রয়ে গেল।
তবুও আশায় বুক বাধি
কবে দেবে ধরা
জানি তুমি হয়তবা আসবে
যেদিন আমি হবো মড়া।