।। তেলের দুনিয়াতে।।
                             --মহাদেব দাশ    
ইচ্ছে হলে, তেল মারো তেল     না হলে নাও জেল
                   তেলে হবেই সমাধান।
এর আগে জানতাম     পৃথিবীটা টাকার গোলাম
                  তেলই একমাত্র বিধান।।
অফিস কিংবা বাসাতে     শুধুমাত্র তেলের বদৌলতে
                  ফিরে পাবে নতুন জীবন।
টাকা দেখলে কাঠের পুতুল হা করে    নতুন করে জীবন গড়ে
                আজব দুনিয়াতে অপূর্ব সন্ধান।।
সরকারীতে লাগে টাকা লাগে তেল    বেসরকারীতে শুধুই তেল
                 তেলই জীবন তেলই মরন।
উঠতে বসতে তেল মারো       কাজের কাজ নাহি করো
                জীবনের সবকিছুই হবে পুরণ।।
তেলের দুনিয়াতে আমরা সবাই     মিছে মায়ায় পড়ে ঘুমায়
                    শুধুই বৃথা এ জীবন।
যদি তুমি নাহি পারো      তবে, ভাগাড়ে পড়ে মরো
                এভাবে কেটে যাবে জীবন।।
এখন থেকে প্রস্তত হও      তেল টাকা দুটো নাও
              বদলাবে তোমারই জীবন।
নতুন করে শিখে নাও    তেল জেল মারতে চাও
               গুরুর পায়ে করো চয়ন।।
২৪/০১/২০২২ ইং