তরুন মোড়ের শিপন ভাই
--মহাদেব দাশ


কুমারখালীর তরুন মোড়ের শিপন ভাই
আমার সকাল বিকাল এককাপ চা চাই।
শিপন বলে দাদা, কেউ আছে ? ক কাপ বানাবো
দাদা বলে- রাজু আছে, অমরেশকে কি ডাকবো ?
এই কথা শুনে শিপন চা বানাতে লাগলো
রাজুর ফোন পেয়ে অমরেশ চলে আসলো।
মাঝে মধ্যে চা খেতে জাকির চলে আসে
কাজের ব্যস্ততা থাকায় সময় যায় অনায়সে।
নূরইসলাম চা খায়না, চেহারার গ্লেস নষ্ট হবে
দাদার পাল্লায় চায়ের নেশায় টাকা লস যাবে।
ফ্ল্যাক্সিলোড গ্যাস চা বিস্কুট কলা আর কি চান ?
লোকসানের ভয়ে শিপন আর বেচে না পান।
টাকা না থাকলেও কিছু লোক বাকী খেয়ে যান
তাইতো রাজু সকাল সকাল নিয়ে আসে পান।
চাউলের দোকানদার চাচা নাতি নিয়ে ব্যস্ত
গাজা না পেয়ে শিপনের মামা পাগল সেজে রস্ত।
এখন আমি ব্যস্ত, কি করবো, ভেবে নাহি পায়
এদিক ওদিক ঘুরি ফিরি পান খেতে পারি না তায়।
২৮/০৫/২০২০ ইং