তুমি আসবে
--মহাদেব দাশ
তুমি আসবে বলে- কাল সারারাত বিনিদ্র রজনী পার করলাম
তুমি আসবে বলে- সারারাত পায়চারি করে সময়টা কাটালাম
তুমি আসবে বলে- আমি সুন্দর করে সেজেগুজে বসেছিলাম
তুমি আসবে বলে- মায়াবী জোছনায় লুকোচুরি খেলছিলাম
তুমি আসবে বলে- রুমের সবগুলো লাইট অফ করে দিয়েছিলাম
তুমি আসবে বলে- অনেকদিন পর প্রদীপ টা জ¦ালিয়ে বসেছিলাম
তুমি আসবে বলে- আয়নার সামনে দাড়িয়ে নিজের সাথে কথা বলছিলাম
তুমি আসবে বলে- তোমারই বিমূর্ত ছায়ার সাথে গল্পে মেতেছিলাম
তুমি আসবে বলে- তোমার আলতো হাতের ছোয়ায় শিহরিত হয়েছিলাম
তুমি আসবে বলে- উদ্বেলিত হ্নদয়ে প্রজাপতির ডানায় উড়তে চেয়েছিলাম
তুমি আসবে বলে- রঙিন বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়েছিলাম
তুমি আসবে বলে- নিরবে নিভৃতে গোপনে বাসরও সাজিয়েছিলাম
তুমি আসবে বলে- এক গুচ্ছ রজনীগন্ধা দিয়ে ফুলদানি টাকে সাজিয়েছিলাম
তুমি আসবে বলে- প্রদীপের আলোটা আপনমনে জ¦লতে জ¦লতে নিঃশে^স হচ্ছিল
তুমি আসবে বলে- অপেক্ষার প্রহর গুনতে গুনতে নিজের অজান্তেই রজনী শেষ হইল।
০২/০২/২০২২ ইং