আমার বন্ধ ঘরে কবিতা আসে
ভীষণ শব্দে পেরোয় চৌকাঠ ;
তখন আমার রৌদ্র দুপুর
পোড়ানো হৃদয়, পথ-ঘাট ।।


সে মুছিয়ে দেয় চোখের  জল
শুধায় মর্মকথা;
সে আমার ব্যথা নিবারক
বোঝে সব বেকুলতা ।।


সে আমার  চারপাশ ঘিরে রাখে
শান্ত বলয়ে
আমার বন্ধ ঘর ভরে থাকে
কবিতার আলোয়ে।।