******বৃষ্টিরানী****
যন্ত্রের মত চলতে চলতে
অনেক দূর পর্যন্ত চলে এসেছি-
পিছন ফিরে তাকাবার
এতটুকু অবসর পাইনি।
হঠাৎ যখন মনে পড়ল
ঘরে বন্ধ করে রেখে আসা
অ-সমাপ্ত পান্ডুলিপি ’র কথা।
ফিরে গেলাম ২৩ বছর আগে-
দরজা খুলে ঘুটঘুটে অন্ধকার ঘরে
মোমবাতি জ্বেলে অনেক কষ্টে
খুজে বের করলাম  পান্ডুলিপিটা।
শিরোনামটি পড়া যাচ্ছে না-
পোকায় অত্যাচারে নষ্ট পাতাগুলো দেখে
বুকের ভিতরটা কেপে উঠল-
ধুলোবালিতে লেখা ঝাপসা হয়ে গেছে।
সাথে নিয়ে পথ চললে আজও হয়তো
গল্পটুকু শেষ করা যেত না।
কিন্তু শিরোনামটি তো অক্ষত থাকতো.............
আর ঐ শিরোনামে নতুন করে গল্প লেখা যেতো।।।
২৯.০৩.২০১৫