চলে গেছ দূরে অস্তরাগে
দেখা হয়নি ঐ মুখ আর
মনে হয় কতকাল যেনো
সূর্য্যই উঠেনি আকাশে।
আমার রঙহীন মৃত বসন্ত
পড়ে থাকে এই বুকে দীর্ঘশ্বাসে ।
সকল সাধ চূর্ণ বিচূর্ণ হয়ে
ধূলাতে মিশে নিঃশেষ হয়
নির্জল ভূমিতে প্রাণহীন জীবন
ধীরে ধীরে আহুত হয়
তোমার চলে যাবার পথে।
আমার নিঃশ্বাসে
কেবল মৃত্যুর গন্ধ মেখে
বেঁচে থাকার যন্ত্রণাকে বয়ে বেড়াই
নির্ঘুম চোখে কেবল ঘুরে বেড়াই
শ্মশানের ঘোর অন্ধকারে ।।