নিঃশ্বাস অস্থির হয়ে উঠে মাঝে মাঝে
তবুও মনকে স্থির রাখি-
একটু আলোর জন্য, বাতাসের জন্য
আলতো করে খুলে দিই জানালার কপাট ;
জানালার ওপারে অন্য ঘর
দৃষ্টি আটকে থাকে বদ্ধ দেয়ালে
সেই দেয়াল জুড়ে প্রজাপতি আঁকি
নদী পাহাড় বনের ছবি আঁকি
দেয়ালে সুখের প্রচ্ছদে মুখ ঢাকি;
হয়তো শীঘ্রই মেলবে বাইরে যাবার অনুমতি
ততক্ষণে-
জানালায় কান পাতি
যেনো ভেসে আসে জলের ছলছল
আপনমনেই বানাই পারাপারের ঘাট ।।