হয়তো  নদী হতে পারতাম-
হতে পারতাম বটবৃক্ষ-
কিংবা আকাশ ঘেষে পাথর ঘেরা এক পাহাড়;
তবে জলভরা চোখ ভেসে যেতো নীরবে-
হয়তো দুঃখসুখের সাক্ষী হয়ে
দাঁড়িয়ে থাকতাম পথের পরে-
নয়তো প্রাণহীন দেহের পরে
অঝোরে ঝরে যেতো
অনুভূতিহীন বৃষ্টির কান্না ।