তোমার স্পর্শে এখন আর
শরীরে অনুকম্পা জাগে না;
ফুটপাতের ছেলেটি কাছে এসে
হাত বাড়ায়
অতি সামান্যই পাবার অশায়
ওর রুগ্ন শরীরের একটু ছোঁয়া,
ওর ক্ষুধার যণ্ত্রণা
আমার সারাশরীরে কাঁপন ধরিয়ে দেয়।
ইচ্ছে করে কবিতার পাতা রুটি বানিয়ে
গুজে দিই ওর বাড়িয়ে দেওয়া হাতে;
শব্দে শব্দে ভুলিয়ে দিই ওর ওর
এক আকাশ ক্ষুধার যন্ত্রণা !!!
১৯/১/২০২৮