লাগছে লাগুক পথের ধুলো গায়ে
কাটার ঘায়ে রক্ত ঝরুক পায়ে
পার হয়ে যাই ক্ষণিক মর্তধাম;
ধনে-মানে নাইতো কোনো মোহ
সত্য পথে নাই কোনো বিদ্রোহ
অন্তরেতে জপ করি তাঁর নাম ।।


দিনে দিনে ক্ষয় হয়ে যায় আয়ু
পুণ্য মনে ছড়ায় সুষম বায়ু
দিনে দিনে বাডুক সৃজন কর্মে;
প্রেমানন্দে ভরে উঠুক প্রাণ
বাজুক বীণায় তাঁরই স্তুতি-গান
সত্য-নিষ্ঠা থাকুক আমার ধর্মে।