অবসর
--------
এখন তোমার ব্যস্ত সময় কাটে
আমার কেবল বইছে অলস বেলা
তোমার জন্য রইল বাঁধা ছক
আমার মিছে শেষ হয়ে যায় খেলা ।।


কখন তোমার ভিড়বে ঘাটে নাও
সকল মাঝিই এপার ওপার করে
আমার হাতে নেইকো সময় আর
সাঁঝের আগেই ফিরতে হবে ঘরে ।।


রোজ সকালে সবার আগেই জাগি
তোমার আশায় নিত্য বসে থাকা
সবার বাহন ছুটছে এপথ দিয়েই
তোমার চরণ যায়না শুধু দেখা ।।


কোন বিরহীর একলা পরাণ কাঁদে
সে সুর শুনে ঝরে গাছের পাতা
আমার বনে ওঠে ভীষণ ঝড়
তোমার জন্য বাড়েই ব্যকুলতা ।।


দিন ফুরিয়ে আসে বিকেল, সাঁঝ
বসে থাকি সেই পথেরই পরে
তোমার যবে ফুরাবে সব কাজ
একটু দেখেই ফিরব তবে ঘরে।।


একে একে ফেরে সকল পাখি
দুয়ার খোলা শূন্য আমার ঘর
আমার দুচোখ পথেই চেয়ে রয়
কখন তোমার মিলবে অবসর ।।


২৭ মার্চ, ২০১৭।
ঢাকা, বাংলাদেশ