অদ্ভুত পৃথিবী
=======
অদ্ভুত পৃথিবী, কদাকার বিষে
রোগে শোকে মরে লোকে, বায়বীয় সীসে ।।
অনর্থ জড়ো হয়, মস্তক জুড়ে
অলস এক কারিগর, মরে পথে ঘুরে।।


চাটুকার করে ছল, করে কারসাজি
যেনো কেউ সদাসয়, হতে নয় রাজি।।
কুগঠনে বেড়ে ওঠে, বেয়াড়ার স্বভাব
অধর্ম দাসদশায়, নীতি বড় অভাব ।।


হীনমনে নিকৃষ্ট, সদ্ভাব বিহীন
পুষ্পিত শতদল, বালুচরে বিলীন।।
অদ্ভুত পৃথিবীতে, অনাচারে ভরা
লেগে থাকে দুর্দিন, অনিষ্ট খরা।।


কেউ বাঁচে অশোভন , ষদুষ্ট হৃদে
কারো দিনে মিটেনা, উদরের খিদে। ।
আত্মশ্লাঘাতে কেউ, না হোক দায়ী
শান্তির বিকিরণ, হোক চিরস্থায়ী।।


খুলে যাক অবরোধ, ক্ষীণ বাতায়ণ
অশুভ উদ্বেগ, হোক নিরসন ।।
হোক সবে পারিজাত, স্বর্গীয় জ্যোতি
একতারে ধীরে চলুক, পৃথিবীর গতি ।।


১২ এপ্রিল, ২০১৮
ঢাকা, বাংলাদেশ।.