অচিন গাঁয়ের সোনার মেয়ে
শ্যামলা গায়ের বরণ
আমরা তারে কেউ না জানি
না করি তার স্মরণ ।।


এই মেয়েটি সাদা মনের
গল্প বয়ে আনে
পদ্য-পাতায় ফুটিয়ে তোলে
ভালোবাসার মানে ।।


দুঃখ ভুলে এই মেয়েটি
গান যেয়ে যায় রোজ
ঝিলের জলে সাঁতার কাটে
মুক্তো করে খোঁজ।।


এই মেয়েটি রাত্রি জেগেও
স্বপ্ন চোখে দোলে
জোনাক জ্বেলে গহীন বনে
মনের দুঃখ ভোলে ।।


সংসারে তার সকল অভাব
ঘুচায় হাসি মুখে
রৌদ্রতাপেও জুড়ায় দেহ
শ্রাবণ দিনের সুখে।।


এই মেয়েটির দুঃখ ব্যথা
কাব্য হয়ে ঝরে
সবার সুখে হাসতে জানে
দুঃখে, কেঁদে মরে ।।


এই মেয়েটি সাদা মনের
গল্প বয়ে আনে
পদ্য-পাতায় ফুটিয়ে তোলে
ভালোবাসার মানে ।।


বাবা-মায়ের স্বপ্ন সে যে
আফরোজা তার  নাম
এই মেয়েটির কর্মগুণে
ভরুক ধরাধাম ।।


২৮ ফেব্রুয়ারি, ২০২০


আফরোজা খাতুন, এই আসরের একজন লেখিকা। সমাজ সংসারের সকল বাঁধা উপেক্ষা করে যে গোপনে সাহিত্য চর্চা করে যাচ্ছে, তার জন্য‌ই আমার এই কবিতা