আজ বহুদিন পর...
চোখের জল মুছে কাজল এঁকেছি
হয়েছি নির্মল, পরিপাটি;
পরেছি আসমান ছোঁয়া নীল শাড়ি
হেঁটেছি বহুদূর
আঁকড়ে ধরেছি মাটি ।।


জানি ফিরবে-
ব্যকুল আহ্বানে;
যেখানেই থাকো
মাঝ সমুদ্রে
কিংবা সুদুর অসমানে ।।


অভিন্ন পথ ছিলো দুজনার
আজ একাই সেই পথের যাত্রী ;
ফিরে এসো-
পাশাপাশি হাঁটি
পার করি আর এক রাত্রি ।।


আজ বহুদিন পর-
খোলেছি ঘরে দ্বার ;
যদি না দেখি সূর্য্যের মুখ
তবে নেমে আসুক
কবরের অন্ধকার......


১৯ ফেব্রুয়ারি, ২০১৯