সমুদ্রের মত নয়,
বৃষ্টির একফোটা জলের মতও যদি ভালোবাসতে
তবে বেঁচেই যেতাম আমি।


কথা না বলো,
ঘূর্ণির মত একবার ফিরেও যদি তাকাতে
তবে বেঁচেই যেতাম আমি।


প্রচণ্ড জ্বরের উত্তাপে
যদি একবার ঐ হাতে কপাল ছুঁয়ে দিতে
তবে বেঁচেই যেতাম আমি।


ফিরে যাবার বেলায়-
যদি এক কদম কাছে এগিয়ে আসতে
তবে ঠিক বেঁচেই যেতাম আমি।


ব্যকুল তৃষ্ণায়-
একবার, শুধু একবার বুকে তুলে নিতে যদি
তবে হয়তো বেঁচেই যেতাম আমি।


মরণ যন্ত্রণায়-
একফোটা অনুভূতি জাগাতে যদি
তবে হয়তো বেঁচেই যেতাম আমি।


তোমার দোষ দিই না কোনো
এই আমার ভাগ্যের লিখন-
উদাস-মনপোড়া-ভাঙ্গা সংসার
আমায় বাঁচতে দিলোনা।


অভিযোগও করি না কোনো-
নির্মম পরিবেশের নিয়ত সন্তাপ
খরা-রোদ্দুর, ঝাঁঝালো উত্তাপ
আমায় বাঁচতে দিলো না।


আমার নিঘুম রাত্রির যন্ত্রণা-
দূষিত বায়ুর মন্ত্রণা-
আমার সেরে না ওঠা অসুখ
আমায় বাঁচতে দিলো না ।


তোমার দোষ দিই না কোনো
শুধু এইটুকু শোনো-
এ আমার অভিমানী শ্লোক
আমার না লেখা কবিতার শোক !!


রচনাকাল : ৩১/১০/২০২২