তোমাদের উঠোন জুড়ে যখন বৃষ্টি ঝরে
আমার দুইচোখ কেবল বেদনার জলে ভরে।।
তোমরা দেখো মেঘের পরে রঙধনুর খেলা
আমার দুঃখের অতলে শুধু ডুবে যায় ভেলা ।।
রাত্রি শেষে তোমাদের ঘুচে সকল অন্ধকার
আমার চিরকাল বধ্যভূমির রোদন হাহাকার।
তোমাদের সকল আশা অকাতরে হয় পূর্ণ
বিদ্বেষে আমার হৃদয় কেবলই হয় চূর্ণ ।।
তোমাদের চারপাশে শত স্বপ্নেরা করে ভীড়
আমার তখন বিদায়ের রাগে গুঞ্জে উঠে তীর ।।
তোমাদের জীবন উচ্ছ্বল, সদাই জাগ্রত
আমার জীবন কঠিন দণ্ডে মেনেছে মৌনব্রত।।